Breaking News >> News >> Daily Nayadiganta


তরুণ আলেমদের মতনৈক্য ভুলে ইসলামের জন্য এক হতে হবে : বাংলাদেশ কওমী ছাত্র ফোরাম


Link [2022-04-24 17:43:45]



ইসলাম হলো- শান্তি, সৌহার্দ্য, ভালোবাসা, সহমর্মিতা, সহিষ্ণুতা ও ভ্রাতৃত্বের পরিপূর্ণ এক জীবনাদর্শ। ইসলামের মধ্যপন্থা ও উদারতার আদর্শকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়া নবীজির পক্ষ থেকে অর্পিত দায়িত্ব। এ জন্য তরুণ আলেমদের সব ধরনের মতানৈক্য ভুলে দাওয়াতি মানসিকতায় এক হতে হবে। নতুন প্রজন্মের সামনে পূর্ণভাবে ইসলামের সঠিক শিক্ষা তুলে ধরা সময়ের অপরিহার্য দাবি। তাই মতাদর্শকেন্দ্রিক বিরোধে না জড়িয়ে সবার মধ্যে ইসলামের আদর্শ ছড়িয়ে দেয়া এখন তরুণ প্রজন্মের আলেমদের প্রধান দায়িত্ব।



Most Read

2024-09-18 06:12:40