Breaking News >> News >> Daily Nayadiganta


যেমন ছিল রাসূল সা:-এর ইতিকাফ


Link [2022-04-22 18:07:54]



হাদিসে ইরশাদ হয়েছে, রাসূলুল্লাহ সা: রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। (সহিহ মুসলিম, হাদিস : ১১৭১) শেষ দশকে ইতিকাফ করার কারণ ছিল, ওই সময়ে তিনি লাইলাতুল কদর তালাশ করতেন। হজরত আয়েশা রা: থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল সা: রমজানের শেষ দশকে ই‘তিকাফ করতেন এবং বলতেন, তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর অনুসন্ধান করো। (সহিহ বুখারি, হাদিস : ২০২০) রাসূল সা:-এর ইতিকাফ যেমন ছিলরাসূলুল্লাহ সা: ইবাদতের জন্য মসজিদের একটি জায়গা নির্দিষ্ট করে নিতেন, সেখানে তিনি সব রকমের ইবাদত করতেন। যেমন- নামাজ, কুরআন তেলাওয়াত, জিকির ইত্যাদি। প্রয়োজন ছাড়া কারো সাথে কথা বলতেন না, এমনকি প্রয়োজন ছাড়া কোনো স্ত্রীর ঘরে প্রবেশ করতেন না। কেননা, ইতিকাফ অবস্থায় স্ত্রীদের সাথে একান্তে মিলিত হওয়া জায়েজ নেই। আল্লাহ তায়ালা বলেন, ‘আর তোমরা মসজিদে ইতিকাফরত অবস্থায় স্ত্রীদের সাথে মিলিত হয়ো না।’ (সূরা বাকারাহ : আয়াত ১৮৭)।



Most Read

2024-09-18 09:29:31