Breaking News >> News >> Daily Nayadiganta


ইসরাইলের রমজানোফোবিয়া ও আল আকসা


Link [2022-04-21 19:19:52]



পবিত্র রমজান মাসে বিশ্বব্যাপী মুসলমানরা প্রশান্তির সাথে শান্তির সাথে ইবাদত-বন্দেগি করা এবং দান-খয়রাত-সদকা এসবের সাথে যুক্ত হয়। সমাজের বিত্তবান ও দরিদ্রশ্রেণীর সবাই যাতে শান্তির সাথে পবিত্র রমজান মাস অতিবাহিত করতে পারে। অনেক মুসলিম দেশে, সরকারি ও বেসরকারি খাতের নিয়োগকর্তারা কর্মচারীদের আরো স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশে ইবাদত করার সুযোগ করে দিতে কাজের সময় কমিয়ে দেন। বন্ধু, প্রতিবেশী ও আত্মীয়রা প্রায়ই প্রতিদিন সূর্যাস্তের সময় ইফতারের খাবারের আয়োজন করে, সেখানে দরিদ্র ও অভাবগ্রস্তদের কাছে টেনে আনে আপন জনের মতো।



Most Read

2024-09-19 04:27:34