Breaking News >> News >> Daily Nayadiganta


বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় জবাবদিহির প্রশ্ন


Link [2022-04-19 16:31:49]



তথ্য ও বিনোদন পরিবেশনে বিশ্বব্যাপী মিডিয়ার বিকাশ লক্ষ করার মতো। তবে তথ্য ও বিনোদন দেয়ার দায়িত্ব পালন করতে গিয়ে মাঝে মধ্যে নীতি-নিষ্ঠতার পরীক্ষায় কিংবা নৈতিকতার চর্চায় প্রশ্নবিদ্ধ হয়ে পড়ছে মিডিয়ার ভূমিকা। আকারে ও প্রকারে সাংবাদিকতা এগিয়েছে বটে, কিন্তু পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা নীতিগর্হিত নানামুখী কর্মকাণ্ডের সাথেও নিজেকে জড়িয়ে নিচ্ছেন। অথচ নীতি-নিষ্ঠতা সাংবাদিকের পেশাদারিত্বের অন্যতম দাবি। তাই সাংবাদিকতায় নৈতিকতার চর্চা ও ধরন নিয়ে আলাপ ও বিতর্ক একান্ত প্রয়োজন। আমাদের দেশে সাংবাদিকতায় নৈতিকতার বিষয়টি যতটা না প্রতিদিনের চর্চায়, এর চেয়েও বেশি সেমিনারকেন্দ্রিক আনুষ্ঠানিক আলোচনা আর বৈদেশিক অনুদাননির্ভর কর্মশালায় কেন্দ্রীভূত থাকে।



Most Read

2024-09-19 19:33:49