Breaking News >> News >> Daily Nayadiganta


পাকিস্তানে ২৫ সদস্যের মন্ত্রিসভা চূড়ান্ত : যেকোনো সময় শপথ


Link [2022-04-18 22:55:48]



পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ প্রাথমিকভাবে অন্তত ২৫ সদস্যের ফেডারেল মন্ত্রিসভা চূড়ান্ত করেছেন। যেকোনো সময়ই মন্ত্রীদের শপথ গ্রহণের প্রস্তুতি রাখা হয়েছে। গত রোববার সিদ্ধান্ত নেয়া এই তালিকায় তিনি পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) জন্য ১৪টি নাম রেখেছেন। আর পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) এবং অন্যান্য মিত্রদের ১১টি মন্ত্রিত্ব দিয়েছেন।প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর থেকে মন্ত্রিসভা ছাড়াই এখন পর্যন্ত শাহবাজ একাই সব দিক সামলাচ্ছেন। কোয়ালিশন অংশীদারদের সাথে পরামর্শ করে মন্ত্রিত্ব বণ্টনের কাজ এগিয়ে নিয়েছেন। গতকাল সোমবার আনুষ্ঠানিক ঘোষণার পরই শপথ গ্রহণের কথা। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।সূত্র জানায়, পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন বলে আশা করা হচ্ছে। প্রাথমিকভাবে বলা হচ্ছিল যে পিপিপি চেয়ারম্যান শাহবাজের মন্ত্রিসভার সদস্য নাও হতে পারেন। কিন্তু এখন পিপিপির একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে তিনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেবেন।ফেডারেল মন্ত্রী ছাড়াও মন্ত্রিসভায় পিপিপির প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং বিশেষ সহকারীও থাকতে পারে। বিভিন্ন সূত্রে জানা গেছে, পিএমএল-এন নিজেদের হাতে অর্থ, অভ্যন্তরীণ, তথ্য, প্রতিরক্ষা, বাণিজ্য, জ্বালানি, পরিকল্পনা এবং পেট্রোলিয়ামের মন্ত্রণালয়গুলো রাখছে। প্রাক্তন অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল দেশের নতুন অর্থমন্ত্রী হওয়ার জল্পনা চলছে। এ দিকে পিপিপি কো-চেয়ারম্যান আসিফ আলি জারদারি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে প্রথম দফায় জোটের শরিকদের মন্ত্রিসভায় পদ দেয়ার পরামর্শ দিয়েছেন। দ্বিতীয় ধাপে অংশ নেবেন পিপিপির নেতারা। বিভিন্ন সূত্রে জানা গেছে, সোমবার সম্ভব না হলে মঙ্গলবার শপথ নিতে পারেন নতুন সরকারের ১০ থেকে ১২ জন মন্ত্রী। মন্ত্রিসভার সদস্যদের ব্যাপারে আলোচনা করার জন্য শনিবার রাতে প্রধানমন্ত্রীর বাসভবনে শাহবাজের সাথে বৈঠক করেন বিলাওয়াল ভুট্টো এবং আসিফ আলি জারদারি। এ ছাড়া মন্ত্রিসভা গঠন নিয়ে রোববার শাহবাজ শরিফ বেলুচিস্তান আওয়ামি পার্টি (বিএপি) ও বেলুচিস্তান ন্যাশনাল পার্টির (বিএনপি) প্রতিনিধিদলের সাথে বৈঠক করেন।জানা গেছে, মর্তুজা জাভেদ আব্বাসি জাতীয় অধিবেশনের ডেপুটি স্পিকার হতে পারেন। এ ছাড়া পিপিপির মুখপাত্র মরিয়ম আওরঙ্গজেব পেতে পারেন তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব।মরিয়ম আওরঙ্গজেব জানিয়েছেন, জেইউআই-এফ এবং মুত্তাহিদা কওমি মুভমেন্টসহ (এমকিউএম) জোটের সব শরিককে মন্ত্রিসভায় জায়গা দেয়া হচ্ছে। মন্ত্রিসভা গঠন নিয়ে রোববার জোটের যৌথ কমিটির দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে মন্ত্রণালয় বণ্টন ও গুরুত্বপূর্ণ পদগুলো নিয়ে শরিকদের আপত্তি নিষ্পত্তি হয়েছে। সরকারি একটি সূত্র জানিয়েছে, জেইউআই-এফ প্রধান মাওলানা ফজলুর রহমান ফেডারেল মন্ত্রিসভায় যোগ দিচ্ছেন না। তবে জোটের শরিক হিসেবে থাকার বিষয়ে আশ্বস্ত করেছেন। জেইউআই-এফ প্রেসিডেন্টের পদ দাবি করেছে।



Most Read

2024-09-19 19:37:06