Breaking News >> News >> Daily Nayadiganta


পাকিস্তানের বিমান হামলার প্রতিবাদ জানিয়েছে কাবুল


Link [2022-04-17 21:43:48]



আফগানিস্তানে তালেবান সরকার কাবুলে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়ে দেশটির দু’টি প্রদেশে বিমান হামলার প্রতিবাদ জানিয়েছে। খোস্ত ও কুনার প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় পাঁচ শিশু ও একজন নারীর মৃত্যু হয়েছে। আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তালেবান সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমীর খান মুত্তাকী এবং ভারপ্রাপ্ত উপপ্রতিরক্ষা মন্ত্রী আলহাজ মোল্লা শিরিন আখুন্দ এ সময় উপস্থিত ছিলেন। গতকাল কাবুলে পাক রাষ্ট্রদূতকে তলব করে আফগানিস্তানের গভীর উদ্বেগের বিষয়টি জানানো হয়। এএনআই। শনিবার খোস্ত ও কুনার প্রদেশের কর্মকর্তারা জানান, পাকিস্তান বিমানবাহিনীর জঙ্গিবিমান থেকে গোলা বর্ষণের ফলে ছয় আফগান নাগরিক প্রাণ হারিয়েছে। স্থানীয় পাশা মিলা এবং মির সফর এলাকায় এ হামলা চালানো হয়। অন্য একটি সূত্র উদ্ধৃত করে আফগানিস্তানের খামা প্রেস এজেন্সি জানিয়েছে, খোস্তে ৩৩ জন প্রাণ হারিয়েছে। এরা দু’টি পরিবারের সদস্য। সরকারিভাবে পাকিস্তান কিংবা আফগানিস্তানের কোনো কর্মকর্তাই এ বিষয়ে মন্তব্য করেননি। তবে পাকিস্তানের মিডিয়াগুলো বলছে, তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপির সদস্যদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়।



Most Read

2024-09-19 19:07:39