Breaking News >> News >> Daily Nayadiganta


ঝুঁকিতে ২১ হাওর : কাঁচা-আধাপাকা ধান নিয়ে দুশ্চিন্তায়


Link [2022-04-17 18:07:54]



সুনামগঞ্জের কয়েক দিনের বৃষ্টিতে উজানের পানির স্রোতে ২১টি হাওর ঝুঁকির মধ্যে পড়ে গেছে। আর কাঁচা-আধাপাকা ধান নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেছে কৃষক। জানা গেছে, পাহাড়ি ঢলের পানি পার্শ্ববর্তী নয়াহাল, খাউজ্জাউরি, গলগলিয়া, ফানা, কাউয়ার খালে নামার খবর পাওয়া গেছে। রোববার সকাল ৭টার দিকে টাঙ্গুয়া হাওর ওয়াচ টাওয়ার সংলগ্ন বর্ধিত গুরমার হাওর বাঁধে ফাটল দেখা দিয়ে হাওরে পানি প্রবেশ করছে। জামালগঞ্জের গজারিয়া স্লুই গেইটর একাংশ ভেঙ্গে উপজেলার সর্ববৃহৎ বোরো ফসলী ধানের ভাণ্ডার পাকনা হাওরে পানি প্রবেশ করছে। অপরদিকে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা ইউনিয়নের আইনা কলমা, সালদিঘা হাওর দিয়ে পানি ছুঁই-ছুঁই। এ কারণে দুই মধ্যনগর ও তাহেরপুর উপজেলার ছোট-বড় ২১ হাওরের প্রায় ছয় হাজার হেক্টর বোরো জমি সম্পূর্ণ ঝুঁকিতে রয়েছে।



Most Read

2024-09-19 19:46:38