Breaking News >> News >> Daily Nayadiganta


আর্থসামাজিক-সংস্কৃতি বিবর্তনের ধারায় ভার্চুয়াল সংস্কৃতির স্বরূপ


Link [2022-04-17 16:55:52]



করোনার নিজের নামসহ বৈশ্বিক প্রেক্ষাপটে অনেক স্বনামধন্য শব্দ খতিয়ান পর্চায় যেভাবে তাদের পরিচয় ছিল তা কেমন যেন ভিন্নরূপে প্রকাশ পাচ্ছে। ভাইরাসকে ব্যাকটেরিয়ার সাথে প্যাঁচানো হচ্ছে। ভাইরাস সম্পর্কিত বিষয় প্রকাশই ‘ভাইরাল’ হওয়ার কথা থাকলেও আজকাল সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু ছড়ানো বা রটানো ‘ভাইরাল’ হয়ে যাচ্ছে, অনলাইনে সভা সমিতি সেমিনার করাকে ‘ভার্চুয়াল’ এবং ওয়েবে সেমিনারকে কাটছাঁট করে ‘ওয়েবিনার’ বলার চল চালু হয়েছে। মেনু বলতে সবাই এখনো খাবার দাবার মনে করলেও এখন সেটিকে সফটওয়ার হার্ডওয়ারের ব্যঞ্জন ভাবা হচ্ছে। যেকোনো শব্দের আঞ্চলিক মর্মার্থ বৈশ্বিক পরিসরে গিয়ে জাতকুল মান খোয়াতে বসেছে। এই সমতটে ‘সাম্প্রদায়িকতা’, ‘মৌলবাদ’, ‘গণতন্ত্র’, ‘আমলাতন্ত্র’, ‘চেতনা’, ‘রাজনীতি’, ‘মুক্তবাজার’ প্রভৃতি শব্দের মূল মর্মার্থ স্থান-কাল-পাত্রের ভেদাভেদে এমন রূপ পরিগ্রহ করছে যে এই সাতশব্দ নিজেরাই এখন মুক্তবুদ্ধি শুনানিতে অংশ নিতে আপিল আবদার জানাচ্ছে।



Most Read

2024-09-19 19:20:49