Breaking News >> News >> Daily Nayadiganta


ইমরান খানের ব্যর্থতা ও সফলতা


Link [2022-04-17 16:55:52]



গভীর নাটকীয়তা ও সাংবিধানিক অস্থিরতার মধ্য দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে অনাস্থা ভোটে হেরে গিয়ে সাড়ে তিন বছরের মাথায় ক্ষমতার মসনদ থেকে বিদায় নিতে হয়েছে। এরই মধ্যে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের সব সদস্য পার্লামেন্ট থেকে পদত্যাগ করেছেন। নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সাবেক বিরোধীদলীয় নেতা শাহবাজ শরিফ। জাতীয় পরিষদের ৩৪২ সদস্যের মধ্যে ১৭৪ জন সদস্য তার প্রতি অনাস্থা প্রকাশ করে ভোট দেন। পাকিস্তানের ৭৫ বছরের ইতিহাসে এই প্রথম একজন প্রধানমন্ত্রীকে অনাস্থা ভোটে পরাজিত হয়ে ক্ষমতা ছাড়তে হলো। পাকিস্তানে বারবার তৈরি হয়েছে রাজনৈতিক সঙ্কট ও অচলাবস্থা। আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এর পেছনে রয়েছে সামরিক স্টাবলিশমেন্টের উচ্চাভিলাষ, সুশাসনের অভাব, দারিদ্র্য, শিক্ষার হারের কমতি ও সাংবিধানিক বাধ্যবাধকতার অভাব। রাজনীতিতে অবাঞ্ছিত সেনা হস্তক্ষেপে পাকিস্তানে আইনের শাসন, গণতান্ত্রিক প্রক্রিয়া, নির্বাচিত দলের কাছে শান্তিপূর্ণ পন্থায় ক্ষমতা হস্তান্তরের সংস্কৃতি গড়ে ওঠেনি। বছরের পর বছর ধরে রাজনৈতিক অস্থিরতা বিশেষ করে হরতাল, ধর্মঘট, আন্দোলন চলমান থাকায় সে দেশের অর্থনৈতিক মেরুদণ্ড মজবুত হতে পারেনি। বিদেশী বিনিয়োগকারীরা শিল্পায়নের জন্য পাকিস্তানের ওপর আস্থা রাখতে পারছেন না। পর্যাপ্ত বিদ্যুৎ ও সুপেয় পানির অভাবে জনগণের অবস্থা চরমে। মুদ্রাস্ফীতির কারণে নিত্যব্যবহার্য দ্রব্যসামগ্রীর দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। এখন বাংলাদেশী এক টাকায় পাকিস্তানি দুই রুপি পাওয়া যায়।



Most Read

2024-09-19 19:32:27