Breaking News >> News >> Daily Nayadiganta


করিডোরের নিয়ন্ত্রণে বিএসএফ, পশু বিক্রিতে হয়রানির শেষ কবে দহগ্রামবাসীর প্রশ্ন


Link [2022-04-17 13:19:42]



লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার অন্তর্গত ছিটমহল বলে পরিচিত দহগ্রাম ইউনিয়নের আয়তন ২২ দশমিক ৬৮ বর্গ কিলোমিটার। এর মধ্য দিয়ে আবার বয়ে গেছে তিস্তা নদী। এখানে প্রায় ২০ হাজার বাংলাদেশীর বসবাস। ভারত বেষ্টিত দহগ্রাম ইউনিয়নে বাংলাশেীদের মূল ভুখণ্ডে যাতায়াতের একমাত্র প্রবেশ পথ তিনবিঘা করিডোর গেট। ২৪ ঘন্টা এ গেট খোলা থাকলেও গেটের নিয়ন্ত্রণে রয়েছে ভারতীয় বিএসএফ। এর ফলে পণ্য বিক্রি এবং আসা-যাওয়ায় সাধারণ মানুষকে নানাবিধ সমস্যায় পড়তে হচ্ছে। একদিকে বিএসএফর বেধে দেয়া নিয়ম, অন্যদিকে নিজ দেশের বিজিবিরও হয়রানির শিকার হচ্ছে সাধারণ মানুষ। তবে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন গৃহপালিত পশু বিক্রয়কারীরা।



Most Read

2024-09-19 19:26:44