Breaking News >> News >> Daily Nayadiganta


ড. ফারুক হোসাইন ছিলেন শিক্ষার্থীদের কাছে রোল মডেল


Link [2022-04-16 21:43:48]



বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সমাজে ভালো মানুষ এখন আতশি কাচ দিয়ে খুঁজতে হয়। ভালো মানুষের সঙ্কটের মধ্যে শিক্ষাবিদ ড. ফারুক হোসাইন ছিলেন আদর্শ। ছাত্রছাত্রীদের কাছে ছিলেন রোল মডেল। তার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।গতকাল শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃতী শিক্ষক প্রফেসর ড. ফারুক হোসাইন স্মরণে আয়োজিত এক দোয়া ও ইফতার মাহফিলে বক্তৃতায় তিনি এ কথা বলেন। যশোর সদর উপজেলার দোগাছিয়া আহসান নগর মাদরাসা ময়দানে আয়োজিত এ মাহফিলে সভাপতিত্ব করেন, প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক মসিউল আযম। আরো বক্তব্য রাখেন, যশোর প্রেস ক্লাবের সম্পাদক তৌহিদুর রহমান, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, মাওলানা হারিস উদ্দিন, মাওলানা ওলিয়ার রহমান, অধ্যাপক মুনির আখতার, মাওলানা কবিরুল ইসলাম, মাওলানা সাইফুল্লাহ প্রমুখ। সাংবাদিক হেদায়েত উল্লাহ খান অনুষ্ঠান পরিচালনা করেন।অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আমরা এমন এক সমাজে বসবাস করছি যেখানে অনাচার সব কিছুকে গ্রাস করছে। এর মধ্যে কিছু মানুষ থাকেন যারা রোল মডেল। নিজেকে উজাড় করে দিয়ে তারা সমাজকে আলোকিত করেন। প্রফেসর ফারুক হোসাইন ছিলেন এমনই একজন। অগণিত তরুণের জীবন বদলে দিয়েছেন তিনি। উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রফেসর ড. ফারুক হোসাইন ক্যান্সারে আক্রান্ত হয়ে গত ২৭ ডিসেম্বর মৃত্যুবরণ করেন।



Most Read

2024-09-19 19:31:54