Breaking News >> News >> Daily Nayadiganta


একটি মহল দেশকে অস্থিতিশীল করতে সাম্প্রদায়িক উসকানি দিচ্ছে : ইসলামী আন্দোলন


Link [2022-04-15 22:55:35]



একটি মহল দেশকে অস্থিতিশীল করতে সাম্প্রদায়িক উসকানি দিচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। তিনি বলেন, টিপ নিয়ে পুরোদস্তোর দেশময় জেহাদ শুরু হয়েছে। কিন্তু যখন হিন্দু শিক্ষিকা মুসলিম শিক্ষার্থীদের পেটালেন হিজাবের জন্য, তখন তারা কী করলেন? প্রতিবাদ কেন করতে পারলেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মহিলাদের নামাজের জায়গা কেন উচ্ছেদ করলেন? এর জবাব কে দিবে? দেশে সাম্প্রদায়িক উসকানি কারা দিচ্ছে? কারা দেশকে একটি অকার্যকর ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়, ওইসব কর্তাকে চিহ্নিত করতে হবে।গতকাল রাজধানীর মুগদার একটি মিলনায়তনে ইসলামী আন্দোলন মুগদা থানা শাখা আয়োজিত রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সংগঠনের মুগদা থানা সভাপতি হাজী মো: হানিফ শিকদারের সভাপতিত্বে সেক্রেটারি মুহাম্মদ সাইফুল ইসলামের পরিচালনায় বক্তৃতা করেন মুফতি কেফায়েতুল্লাহ কাশফী, মাওলানা নজরুল ইসলাম, নকিব বিন হোসাইন, মুফতি শওকত উসমান প্রমুখ। বিজ্ঞপ্তি।



Most Read

2024-09-19 19:26:39