Breaking News >> News >> Daily Nayadiganta


ঢাকা হারিয়ে ফেলেছে বাসযোগ্যতা


Link [2022-04-15 18:07:46]



রাজধানী ঢাকা যে ন্যূনতম বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে এটা বুঝতে অক্ষম নন নীতিনির্ধারকরা। যারা সরকার চালাচ্ছেন তাদের ৮০ শতাংশেরই শৈশব-কৈশোর ও যৌবন কেটেছে শান্তশিষ্ট সবুজের বেষ্টনীতে ঘেরা এই শহরে। ৫৩টি প্রবহমান খালের শোভাও বাসিন্দাদের নানা বৈচিত্র্যের সোহাগে লালন করত। আজ সেই খাল বেদখল হয়ে বাড়িঘরে ভরে গেছে, কিংবা সরকারই রাস্তা বানিয়েছে। অথচ এই শহরে প্রতি প্রাতে সড়কগুলোতে পানি ছিটানোর গাড়ি আমি যেমন দেখেছি, তেমনি আমার বয়সী ও আরো বয়স্করাও দেখেছেন। গত শতকের ছয়-এর দশকে আমি টাঙ্গাইলের মতো ছোট শহরেও রাস্তায় পানি ছিটানোর গাড়ি দেখেছি ধুলা মারার কাজে।



Most Read

2024-09-19 19:17:58