Breaking News >> News >> Daily Nayadiganta


প্রসঙ্গ : শক্তিশালী বিরোধী দল


Link [2022-04-15 18:07:46]



১১ এপ্রিল ২০২২ প্রধানমন্ত্রী বলেছেন যে, তিনি দেশে শক্তিশালী বিরোধী দল খুঁজে পাচ্ছেন না। একটি রাষ্ট্রে সরকারি ও বিরোধী দলের সমন্বয়েই টেকসই অবাধ গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, এ কথাই রাষ্ট্রবিজ্ঞানীরা বলে আসছেন। ফলে প্রধানমন্ত্রীর কথাই প্রমাণ করে যে, দেশে অবাধ গণতন্ত্র নেই। অথচ তিনি ও তার পর্ষদ বারংবারই বলে আসছেন যে, বাংলাদেশে অবাধ গণতন্ত্র রয়েছে যা শেখ হাসিনারই অবদান, যে কারণে সরকারি দলের পক্ষ থেকেই প্রধানমন্ত্রীকে ‘গণতন্ত্রের মানসকন্যা’ উপাধি দেয়া হয়। গণতন্ত্রের মানসকন্যার রাষ্ট্রে যদি ‘গণতন্ত্র’ অবরুদ্ধ থাকে বা পা পিছলে পড়ে যায় তবে তার সফলতা ও ব্যর্থতার দায় কার কাঁধে বর্তায়?



Most Read

2024-11-09 19:46:59