Breaking News >> News >> Daily Nayadiganta


ছোট হয়ে আসছে পৃথিবী, তবে বড় হয়ে দেখা দিচ্ছে নতুন বিপদের শঙ্কা


Link [2022-04-11 19:19:44]



প্রযুক্তির বদৌলতে ছোট হয়ে আসছে পৃথিবী। তবে প্রশ্ন হলো, সেটি কোন পৃথিবী? সমগ্র পৃথিবী, নাকি পাশ্চাত্য-শাসিত বা ‘ন্যাটো প্রভাবিত পৃথিবী? এই যে আজ ইউক্রেনে যুদ্ধ চলছে, ধ্বংস হচ্ছে নগরীর পর নগরী। এই দৃশ্য আমরা পশ্চিমা গণমাধ্যমের কল্যাণে শুধু ইউক্রেনের ক্ষয়ক্ষতিটাই দেখতে পাচ্ছি। জগৎবাসী কি দেখতে পাচ্ছে ‘ন্যাটোয়’ সরাসরি মদদপুষ্ট ইউক্রেনের হামলায় রাশিয়ার কোথায় কোন রণাঙ্গনে কোন শহরে কতটা ক্ষতি হচ্ছে? তাহলে কী করে বলি ছোট হয়ে আসছে পৃথিবী? পশ্চিমা মোড়লরা একযোগে যেন রাশিয়ার বিরুদ্ধে জোট বেঁধে লড়াই শুরু করছে। অথচ পোল্যান্ড, হাঙ্গেরি, চেকোস্লাভাকিয়া, মালডোভা, সার্বিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়াকে লাখ লাখ ইউক্রেনীয় শরণার্থীর বোঝা বহন করতে হচ্ছে। কোথায় তাহলে পশ্চিমা ইউক্রেন-প্রেমিকরা? তারা ইউক্রেনকে বাঁচানোর চেয়ে রাশিয়াকে জাতিসঙ্ঘ মানবাধিকার কাউন্সিল থেকে খারিজ করার জিহাদে নেমেছে। পারলে তারা রাশিয়ার জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের সদস্যপদও খারিজ করতে চায়। যে রাশিয়া ইউক্রেনকে ১৯১৭ সালের বিপ্লবের পর থেকে বুক দিয়ে আগলে রেখেছে, সেই রাশিয়া কেন আজ ধ্বংস করতে উদ্যত হয়েছে ইউক্রেনকে, সেই মূল্যায়ন কি কেউ করছে আজ? রাশিয়ার এতদিনের বন্ধু ভারতও আজ ক্যাশ ডলার আর ‘কোকা-কোলার’ লোভ সংবরণ করতে পারছে না! অত্যন্ত দায়িত্বশীলতার পরিচয় দিয়ে চলেছে শুধু গণচীন। চীন আবার প্রমাণ দিয়ে চলেছে যে, সে-ই হলো আগামী পৃথিবীর দায়িত্বশীল নেতা। চীন বা ইরান পরিষ্কার বলে দিয়েছে, আগ্রাসন সমর্থনযোগ্য নয়। তবে নিষেধাজ্ঞাও সমর্থনযোগ্য নয়। কথায় কথায় অর্থনৈতিক নিষেধাজ্ঞার অস্ত্র প্রয়োগ করা মুক্ত পৃথিবীর গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি স্পষ্ট চপেটাঘাত।



Most Read

2024-09-19 15:45:49