Breaking News >> News >> Daily Nayadiganta


রাজধানীতে ভয়ঙ্কর মাদক এলএসডিসহ গ্রেফতার ১


Link [2022-04-10 21:43:42]



রাজধানীর কদমতলী থানার মাতুয়াইল এলাকা থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত ভয়ঙ্কর মাদক এলএসডিসহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। ওই মাদককারবারির নাম মোহাম্মদ রায়হান। এ সময় তার কাছ থেকে বর্তমান সময়ে আলোচিত ও ভয়ঙ্কর মাদক এলএসডি (লাইসার্জিক এসিড ডাইথ্যালামাইড) মিশ্রিত ৯৬ পিস রঙ্গিন প্রিন্টেড ব্লট পেপার স্ট্রিপ, তিনটি ক্রেডিট কার্ড, দু’টি ডেবিট কার্ড, একটি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স, একটি সাউথ আফ্রিকার ড্রাইভিং লাইসেন্স, একটি বাংলাদেশী পাসপোর্ট ও একটি নোটবুক জব্দ করা হয়।গতকাল রাজধানীর কাওরান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো: মাহফুজুর রহমান।তিনি বলেন, ২২ মার্চ সপরিবারে বাংলাদেশে আসে রায়হান। বাংলাদেশে আসার সময় তার ব্যাগের ভেতর থাকা নোটবুকে অভিনব কায়দায় নিষিদ্ধ ঘোষিত ভয়ংকর মাদক এলএসডি নিয়ে আসে। রায়হান ডিজিটাল পদ্ধতি হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে তার ব্যবসা পরিচালনা করত। তার মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি সাউথ আফ্রিকার নম্বর দিয়ে নিবন্ধন করা। বাংলাদেশে সে অন্য একটি ফোনের হটস্পট মাধ্যমে ইন্টারনেট সুবিধা নিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন মাদক ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করতো। এই অভিনব কৌশলে ভয়ংকর মাদক এলএসডি বিক্রি করার সময় গ্রেফতার হয় রায়হান। তার বাড়ি ফেনীর সোনাগাজীতে। মাদক আইনে তার বিরুদ্ধে কদমতলী থানায় মামলা করা হয়েছে।



Most Read

2024-09-19 15:46:06