Breaking News >> News >> Daily Nayadiganta


তিন মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ৪০


Link [2022-04-10 21:43:42]



গত তিন মাসে (২০২২ সালের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত) দেশে রাজনৈতিক সহিংসতায় মোট ৪০ জন নিহত হয়েছেন। নিহত ৪০ জনের মধ্যে ১০ জন ক্ষমতাসীন আওয়াামী লীগের নেতা ও সমর্থক ছিলেন। বাকি ৩০ জনের কোন রাজনৈতিক পরিচয় ছিল না। গতকাল রোববার আইন ও সালিশ কেন্দ্র (আসক) এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। দেশের কয়েকটি জাতীয় দৈনিক ও অনলাইন পত্রিকার বরাত দিয়ে মানবাধিকার সংস্থাটি বলেছে, জানুয়ারি থেকে মার্চের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ১৯৩টি রাজনৈতিক সহিংসতার ঘটনার খবর প্রকাশ হয়েছে। এসব ঘটনায় মোট দুই হাজার ১৭৩ জন আহত হয়েছেন। আসক আরো জানায়, গত এক মাসে সারা দেশে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে ১৬টি সংঘর্ষের ঘটনায় ২৫০ জন আহত হয়েছেন। এ ছাড়াও ছাত্রলীগ ও যুবলীগের ২টি সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন ৩৫ জন। এ ছাড়া আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ৬টি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৯৪ জন আহত হন।



Most Read

2024-09-19 15:44:30