Breaking News >> News >> Daily Nayadiganta


নির্বাচন কমিশন বার্তাগুলো কি বিবেচনায় নেবেন?


Link [2022-04-10 16:55:42]



নির্বাচন কমিশনের সাথে সম্প্রতি বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, সুধী ও সুশীলসমাজ এবং বিশিষ্টজনদের সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সে সংলাপে আমন্ত্রিতদের অনেকেই অবশ্য গরহাজির ছিলেন। ধরে নেয়া যায়, এই গরহাজিরার মধ্যে ইসির জন্য একটি মেসেজ রয়েছে, যদি তারা বিষয়টি নিয়ে উপলব্ধির চেষ্টা করেন। বিষয়টি হয়তো এ রকম যে, আমন্ত্রিতদের মধ্যে যারা অনুপস্থিত ছিলেন, তারা বোধ করি ইসির সংলাপের কোনো যৌক্তিকতা খুঁজে পাননি, নতুন ইসি নিয়েও তাদের মধ্যে ততটা আস্থা বিশ্বাস জন্মেনি। এই ইসির পক্ষে ভবিষ্যতে জন-আকাঙ্ক্ষা পূরণের মতো নির্বাচন অনুষ্ঠান করা নিয়েও তাদের মধ্যে দোদুল্যমানতা বিরাজ করছে। যাই হোক, ইংরেজিতে একটা কথা রয়েছে ‘লাইভ অ্যান্ড ক্লিয়ার’; সংলাপে যেসব বিজ্ঞজন যোগ দিয়েছিলেন, তাদের সবাই কিছু কথা সজোরে ও পরিষ্কারভাবে ইসিকে যে বার্তা দিয়ে গেছেন, তাতে অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য আছে। তা কি বিবেচনায় নিয়ে ইসি তার দায়িত্ব পালনকালে সেসব বিষয় অনুসরণ করে তথা সে পথে চলার চেষ্টা করবেন? তবে হয়তো দেশের মানুষ একটা কাক্সিক্ষত মানের নির্বাচন অনুষ্ঠানের কথা ভাবা যায়। আর তাতে যে জাতীয় সংসদ গঠিত হবে সেখানে দীর্ঘ দিন পর সত্যিকার জনপ্রতিনিধির উপস্থিতিতে একটা কার্যকর প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হতে পারে। কিন্তু সাধারণের মনে এখন এমন একটা প্রশ্নের উদয় হয়েছে, সংলাপ দুই পক্ষের মধ্যে হয়, দুই পক্ষের মধ্যে কথা চালাচালি হয়। ইসি আহূত সব বৈঠকেই বলতে গেলে, আমন্ত্রিতরা কেবল কথা বলছেন, ইসি শুনছেন, এমনটাকে তো সংলাপ বলা চলে না। যেসব প্রশ্ন বৈঠকে উঠেছে তা নিয়ে কোনো জবাবই ইসির পক্ষ থেকে আসছে না। অথচ মানুষ তো ইসির কাছ থেকে জবাব, অঙ্গীকার ও অভয়ের বাণী শুনতে চায়। নির্বাচনের সময় ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কি না, ইভিএমের চাতুরীর অবসান ঘটবে কি না, ‘মধ্য রাতের ভোট’ আর আইন রক্ষাকারী বাহিনীর সদস্যরা কেবল নীরব দর্শকের ভূমিকা পালন, ভোটের সময় ক্ষমতাধরদের কর্মী-সমর্থকদের প্রলয়নৃত্য থামবে কি না। ইসিকে কর্তৃত্ব করার যে অধিকার এবং ক্ষমতা দেয়া হয়েছে, তার সেভাবে কাজ করা যে অধিকার সংবিধান বলে দিয়েছে, তার চর্চা, অনুশীলন করার মতো ‘কারেজ’ তারা দেখাবেন কি না। সব কিছু তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে, দায়িত্বে থেকে তাদের সরে আসা, গণতন্ত্রের অগ্রযাত্রার পথে যত বাধার দুয়ারে আঘাত আনতে তারা সক্ষম হবেন কি না, এমন সব নজিরবিহীন ঘটনা আমরা অবলোকন করতে পারব বলে আশা করতে পারি কি না!



Most Read

2024-09-19 15:45:21