Breaking News >> News >> Daily Nayadiganta


আলোকিত মানুষের সন্ধানে


Link [2022-04-10 16:55:42]



ইসলামের সূদরপ্রসারী লক্ষ্য- ক্ষুধা, দারিদ্র্য, অন্যায়, অত্যাচার বর্জিত সবধরনের মানুষের মিলনমেলায় একটি আলোকিত সমাজ গঠন। দারিদ্র্য ও ক্ষুধামুক্ত সমাজ জীবনের চেষ্টার মাস রমজানুল মোবারক। সত্য-মিথ্যার বিভাজনের মাস রমজান। আল্লাহ নিজেই এ ব্যাপারে বলেছেন, আলোকিত মানুষ তৈরির উদ্দেশ্যে রমজান মাস। আলোকিত মানুষ বলতে বুঝানো হয়েছে বিশ্বাসীদের, যারা অন্যায়ের কাছে মাথা নত করে না। মিথ্যাকে প্রশ্রয় দেয় না। বিনয় এবং সদাচরণ যাদের চারিত্রিক বৈশিষ্ট্য; সুবিচার এবং ইনসাফ যাদের ভূষণ। এ ধরনের মানুষকে আলোকিত মানুষ বলা হয়েছে। সমাজের বিভিন্ন স্তরে এ ধরনের ব্যক্তিত্ব সৃষ্টির উদ্দেশ্যে অসে মাহে রমজান। ব্যবসায়ীরাও ব্যতিক্রম নন। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলা হয়েছে- যারা ভেজাল দেন না, যারা ক্রেতাকে প্রতারণা করেন না, যারা খারাপ জিনিস ভালো জিনিসের সাথে মিশিয়ে অধিক মুনাফার আশায় ক্রেতাদের ঠকান না, অতিরিক্ত মুনাফার জন্যে মজুদদারি করেন না, বাজারে কৃত্রিম অভাব সৃষ্টি করেন না- তারাই আলোকিত ব্যবসায়ী। ব্যবসায় সততা অবলম্বনের ব্যাপারে নবী করিম সা:-এর উক্তি এ ব্যাপারে স্মরণ করা যেতে পারে। ‘সৎ ব্যবসায়ী শেষ বিচারের দিন মুমিন এবং শহীদদের সাথে আমার সাথে সাক্ষাৎ করবে।’



Most Read

2024-09-19 15:46:13