চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের প্রফেসর ও বিভাগীয় প্রধান ড. হাসান মোহাম্মদ ইন্তেকাল করেছেন এক বছর হয়ে গেল। তিনি ছিলেন মৌলিক রাষ্ট্রচিন্তক ও রাজনীতি ও সমাজ গবেষক। তার সাথে আমার পরিচিতি ঘটে যখন আমি একই বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ নিয়ে পিএইচডি কোর্সে গবেষণা করি। তার মার্জিত আচরণ, সৌজন্যবোধ ও নিরহঙ্কার জীবনধারা আমাকে মুগ্ধ করে এবং তার প্রতি আকৃষ্ট করে তোলে। তিনি ছিলেন শেকড়সন্ধানী এক গবেষক ও নিবেদিতপ্রাণ শিক্ষক। তার প্রতিটি কথার সাথে অনেকে হয়তো একমত হবেন না বা অনেকের ভিন্নমত থাকতে পারে কিন্তু তার নির্মোহ ও দলনিরপেক্ষ পর্যালোচনা প্রশংসার দাবি রাখে। তার মন্তব্য ও সুপারিশগুলো উদার দৃষ্টিভঙ্গি নিয়ে বিবেচনায় আনা যেতে পারে। অথবা কোনো গবেষক ভিন্ন সুপারিশও করতে পারেন।