Breaking News >> News >> Daily Nayadiganta


মানুষ কখন মানুষ থাকে না


Link [2022-04-10 16:55:42]



এমন কথা কেউ কি কোনোকালে শুনেছেন বা বলেছেন- বাঘ তুমি বাঘ হও! সিংহ তুমি সিংহ হও! হে ঘোড়া তুমি ঘোড়া হও! কিংবা গরুকে গরু হতে, ছাগলকে ছাগল হতে, ভেড়াকে ভেড়া হওয়ার মন্ত্রণা দিয়েছেন কেউ! শেয়ালকে ডেকে কেউকি বলেছেন তুমি শেয়াল হও! এমনকি গাধাকে গাধা হওয়ার কথাও কেউ কোনো দিন বলেননি। অথচ একজন মানুষকে দিব্যি এবং দ্বিধাহীন উচ্চারণে বলা হয়- তুমি মানুষ হও! মানুষ হও! কেনো? কী এমন রহস্য মানুষের সাথে জড়ানো! যে কারণে মানুষকে মানুষ হতে বলা হয়! মানুষ হতে উপদেশ দিতে হয় বারবার! তবে কি অবয়বে মানুষ হলেও সেকি মানুষ নয়! এ সত্যই বড় সত্য- আকারে মানুষ হলেই সে মানুষ নয়! তবে কিসে মানুষ! কিভাবে মানুষ!



Most Read

2024-09-19 15:44:55