Breaking News >> News >> Daily Nayadiganta


হৃদরোগ কমাতে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আনতে হবে


Link [2022-04-09 21:43:48]



বাংলাদেশে হৃদরোগ আশঙ্কাজনক হারে বাড়ছে, যার অন্যতম কারণ উচ্চ রক্তচাপ। বর্তমানে প্রতি পাঁচজনে একজন প্রাপ্তবয়স্ক মানুষ (২১ শতাংশ) উচ্চ রক্তচাপে ভুগছেন। অতিসত্ব¡র এ বিষয়ে পদক্ষেপ নেয়া না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত ওয়েবিনারে বক্তারা এমন আশঙ্কা প্রকাশ করেন। আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের (জিএইচএআই) সহায়তায় গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা গতকাল শনিবার ‘বিশ্ব স্বাস্থ্য দিবস ও উচ্চ রক্তচাপ’ শীর্ষক এই ওয়েবিনারটির আয়োজন করে।এতে বক্তারা বলেন, উচ্চ রক্তচাপের কারণে হৃদরোগ এবং হৃদরোগজনিত মৃত্যুঝুঁকি বহুগুণ বেড়ে যায়। এ ছাড়াও উচ্চ রক্তচাপের কারণে স্ট্রোক এবং কিডনির ক্ষতি হয়। সরকার অসংক্রামক রোগ প্রতিরোধে ২০২৫ সালের মধ্যে উচ্চ রক্তচাপ ২৫ শতাংশ কমানোর জাতীয় লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এ লক্ষ্য অর্জনে ব্যাপক জনসচেতনতা তৈরির পাশাপাশি সব স্বাস্থ্যসেবা কেন্দ্রে উচ্চ রক্তচাপ চিকিৎসা এবং ওষুধ সরবরাহ নিশ্চিত করতে হবে।ওয়েবিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জিএইচএআই বাংলাদেশ কান্ট্রি লিড মো: রুহুল কুদ্দুস, বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি রাশেদ রাব্বি এবং প্রজ্ঞার নির্বাহী পরিচালক এ বি এম জুবায়ের। মূল উপস্থাপনা তুলে ধরেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের ডা: শামীম জুবায়ের। ওয়েবিনারটি সঞ্চালনা করেন প্রজ্ঞার কো-অর্ডিনেটর মাহমুদ আল ইসলাম শিহাব।



Most Read

2024-09-19 15:46:45