Breaking News >> News >> Daily Nayadiganta


দাম বেশি নেয়ায় চট্টগ্রামে ২৫ প্রতিষ্ঠানকে জরিমানা


Link [2022-04-09 21:43:48]



চট্টগ্রাম নগরের পণ্য বিক্রিতে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং দাম বেশি নেয়ায় ২৫টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জেলা বাজার মনিটরিং টিম। প্রতিষ্ঠানগুলো থেকে এক লাখ ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। গতকাল শনিবার নগরের খাতুনগঞ্জ, রিয়াজউদ্দিন বাজার, বহদ্দারহাট ও কাজির দেউড়ি বাজারে অভিযান জেলা প্রশাসনের চার নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। রিয়াজউদ্দিন বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আশরাফুল আলম বেশি দামে তেল, লবণ, মহিষের গোশতকে গরুর গোশত বলে বিক্রি ও দোকানে পণ্য মূল্যতালিকা না থাকায় ছয় ব্যবসায়ীর নামে মামলা দেন। মামলায় তাদের ২০ হাজার টাকা জরিমানা করা হয়।খাতুনগঞ্জে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ওমর ফারুক অভিযান চালিয়ে ইবনাত ট্রেডিং, আকমল ট্রেডিং ও নাইফ ট্রেডার্সকে তিন হাজার টাকা অর্থদণ্ড দেন। কাজির দেউড়ি বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাতের নেতৃত্বে অভিযান চালিয়ে ১১ মামলায় ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাসুদ রানা অভিযান পরিচালনা করেন এ ছাড়া নগরীর বহদ্দারহাট এলাকায়। তিনি বলেন, বিভিন্ন অপরাধে পাঁচ মামলায় ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।



Most Read

2024-09-19 15:45:53