Breaking News >> News >> Daily Nayadiganta


গাজীপুরে টিসিবি পণ্য কালোবাজারে বিক্রি : পুলিশের হাতে মূল হোতাদের নাম


Link [2022-04-09 21:43:48]



গাজীপুরে টিসিবি পণ্য কালোবাজারে বিক্রির ঘটনায় জড়িত মূল হোতারা এখনো ধরাছোঁয়ার বাইরে। টিসিবি পণ্য যথাযথভাবেই বিতরণ হয়েছে মর্মে গাজীপুর সিটি করপোরেশনের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হলেও পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে মূল হোতাদের নাম।গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আমিনুল ইসলাম বলেন, আমাদের তদন্তে টিসিবি পণ্য এনআইডি কার্ড অনুযায়ী যথাযথভাবেই নির্ধারিত কার্ডধারীদের মধ্যে বিতরণের প্রমাণ পাওয়া গেছে। ডিলার বা আমাদের কোনো প্রতিনিধির মাধ্যমে এসব পণ্য কালোবাজারে বিক্রি হয়নি। বরং বিতরণের পরই ক্রেতাদের পক্ষ থেকে এসব পণ্য কালোবাজারে বিক্রি হয়েছে। এ ঘটনায় আমাদের কোনো লোক জড়িত থাকার প্রমাণ মিলেনি। এ ব্যাপারে জিএমপি গাছা থানার ওসি মো: ইসমাইল হোসেন বলেন, টিসিবি পণ্যের ক্রেতা স্থানীয় বোর্ড বাজারের ব্যবসায়ী শাহীনকে গ্রেফতারের পর রিমান্ডে এনে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর ও রফিকের কাছ থেকে টিসিবি পণ্য ক্রয় করেছেন বলে তিনি স্বীকার করেছেন। আমরা নাম দু’টি যাচাই করে দেখছি। তদন্তে এর সত্যতা পাওয়া গেলে এবং জাহাঙ্গীর ও রফিককে গ্রেফতারের পর আরো কারোর নাম পাওয়া গেলে তাদেরও আইনের আওতায় আনা হবে।



Most Read

2024-09-19 15:45:26