Breaking News >> News >> Daily Nayadiganta


শেখ হাসিনা দ্রব্যমূল্য ও মানুষের সমস্যা নিয়ে রসিকতা করছেন : রিজভী


Link [2022-04-08 22:08:06]



বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের মানুষের পেটে আজ খাবার নেই। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য আজ সাধারণ মানুষের নাগালের বাইরে। অথচ দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রব্যমূল্য, মানুষের সমস্যা ও অভাব নিয়ে জনগণের সাথে রসিকতা করছেন। তিনি ইফতারে বেগুনীর পরিবর্তে কুমড়া খাওয়ার কথা বলছেন। উনি তো ব্যাগ নিয়ে বাজারে যান না তাই সাধারণ মানুষের কষ্ট বুঝেন না। শেখ হাসিনা গায়ের জোরে মিডিয়া নিয়ন্ত্রণ করে অনেক কথা বলছেন। শুক্রবার বিকেলে গাজীপুরের কাপাসিয়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন। কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ মোহাম্মদ রিয়াজুল হান্নানের সভাপতিত্বে স্থানীয় ঘাগটিয়াচালা মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন অনুষ্ঠানে বিএনপি ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, সহসাংগঠনিক সম্পাদক বেনজির আহম্মেদ টিটু, সহ-শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব কাজী সাইয়্যেদুল আলম বাবুল, যুগ্ম-আহ্বায়ক ও কালিয়াকৈর পৌরমেয়র মজিবুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ওমর ফারুক শাফিন, বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা প্রমুখ বক্তব্য রাখেন। এর আগে প্রথম অধিবেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ কে এম ফজলুল হক মিলন। সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিলারদের মতামতের ভিত্তিতে হান্নান শাহ ছেলে শাহ রিয়াজুল হান্নান রিয়াজকে সভাপতি ও কাপাসিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ খন্দকার আজিজুর রহমান পেরাকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।



Most Read

2024-09-19 15:43:42