Breaking News >> News >> Daily Nayadiganta


কোন সমস্যা বড়, সড়ক না গ্যাস


Link [2022-04-08 18:32:00]



এ এক মহাসমস্যা। লেখার জন্য কোন বিষয়টি বেছে নেবো? রোজার দিন, তাই খাদ্যশস্য, কাঁচাবাজারের পণ্য নিয়ে লেখা জরুরি। তারও চেয়ে জরুরি গ্যাস নিয়ে লেখা। কারণ পয়লা রমজান থেকে ঢাকার বাসিন্দরা গ্যাস পাচ্ছে না। কোনো রকম নোটিশও দেয়নি তিতাস গ্যাস কোম্পানি। দিয়ে থাকলেও তা জনগণের চোখে পড়েনি। গ্যাস না থাকায় খাওয়া দাওয়াই কেবল বন্ধ হয়ে যায় তাই না, এ-মহানগরের বাসিন্দারা এক মহা বিপাকে পড়েছিল। যারা এলপি গ্যাস ব্যবহার করেন, তারা বেঁচে গেছেন, কিন্তু যাদের তিতাসের গ্যাস লাইন, সারা দিন চেষ্টা করেও ইফতারির আয়োজন করতে পারেনি। পরে, টিভিতে স্ক্রলে দেখেছি সংকটের কারণ। আর সংবাদ পাঠিকারা বলছিলেন, তিতাসের বিবিয়ানা গ্যাস ফিল্ডের ৪/৫টি কূপ থেকে বালি উঠে আসছে। তাই ওইগুলো বন্ধ করে সংস্কার করছে প্রকৌশলীরা। বিবিয়ানা ফিল্ডে মাত্র ১৯টি কূপ। তার চার পাঁচটি বন্ধ করে দেয়া হলে বাকিগুলো তো সচল ছিল। সেই সচল ক‚প থেকে পাওয়া গ্যাস কোথায় গেল? এ প্রশ্ন সবাই করছেন। বাসা-বাড়িতে যদি গ্যাস না দেয়া হয়, তাহলে বাকি কূপের উৎপাদন কাকে সরবরাহ করেছে তিতাস?



Most Read

2024-09-19 15:44:26