Breaking News >> News >> Daily Nayadiganta


গোড়ায় গলদ


Link [2022-04-08 18:32:00]



আমাদের দেশে কতেক রাজনীতিক এবং বুদ্ধিজীবীদের মধ্যে একটা হাহাকার লক্ষ করি। তারা প্রায় এই বলে আক্ষেপ করেন যে, মুক্তিযুদ্ধের চেতনা দেশ থেকে লোপ পেতে বসেছে। মুক্তিযুদ্ধের চেতনা যে দেশ থেকে লোপ পেতে বসেছে কথাটা সত্যি। আলাপে এবং পত্রপত্রিকায় এরা মুক্তিযুদ্ধের চেতনাকে নানাভাবে, বলা যায় যার যেমন খুশি বা সুবিধা তেমন করে উপস্থাপন করে থাকেন। কেউ বলেন এই চেতনা ‘অসাম্প্রদায়িকতা’ প্রতিষ্ঠার চেতনা; কেউ বলেন এই চেতনা ‘মুক্তিযুদ্ধ বিরোধী’দের উৎখাত করার চেতনা; কেউ বলেন এই চেতনা ‘মৌলবাদকে নির্মূল’ করার চেতনা ইত্যাদি। আসলে এর কোনোটাই মুক্তিযুদ্ধের চেতনা নয়। মুক্তিযুদ্ধের চেতনা এই নানা ব্যক্তির ও গোষ্ঠীর নানাবিধ সংজ্ঞায়নের ধূম্রজালের আড়ালে বেমালুম হারিয়ে যায়। আর তাই এত হতাশা। মুক্তিযুদ্ধের চেতনা আসলে একটি শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ ও দেশ গঠন প্রক্রিয়া।



Most Read

2024-09-19 15:44:14