Breaking News >> News >> Daily Nayadiganta


মালদ্বীপের প্রেসিডেন্টের কাছে বাংলাদেশ রাষ্ট্রদূতের পরিচয় পেশ


Link [2022-04-07 21:19:45]



মালদ্বীপে নবনিযুক্ত বাংলাদেশে রাষ্ট্রদূত রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ গতকাল সে দেশের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মেদ সলিহর কাছে পরিচয়পত্র পেশ করেছেন।স্থানীয় সময় গত বুধবার এক অনুষ্ঠানের মাধ্যমে মালদ্বীপের প্রেসিডেন্টের কাছে তিনি পরিচয়পত্র পেশ করেন। এ সময় উপস্থিত ছিলেনÑ দূতাবাসের প্রথম সচিব ও দূতালয় প্রধান মো: সোহেল পারভেজ। পরিচয়পত্র পেশের পর মালদ্বীপের প্রেসিডেন্টের সাথে রাষ্ট্রদূতের এক একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মালদ্বীপের প্রেসিডেন্টকে বাংলাদেশের রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন আবুল কালাম আজাদ। মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী এবং দ্বীপ রাষ্ট্রপতির কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিচয়পত্র প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।বৈঠকে রাষ্ট্রদূত এস এম আবুল কালাম আজাদ দুই দেশের বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করেন, যা গত পাঁচ দশকে আকারে ও ব্যাপ্তিতে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।তিনি আরো উল্লেখ করেন, দ্বিপক্ষীয় বাণিজ্য এবং মালদ্বীপে বাংলাদেশী পণ্যগুলোর উপস্থিতি ক্রমেই বৃদ্ধি পাওয়ার পাশাপাশি মালদ্বীপ বর্তমানে বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী হিসেবে আবির্ভূত হয়েছে। তিনি বলেন, এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের উল্লেখযোগ্য অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন এবং বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সাধনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ পারস্পরিক সুবিধা অর্জনে মালদ্বীপের সাথে সার্বিক অংশীদারিত্বমূলক সম্পর্ক স্থাপনে আগ্রহী।সবশেষে, মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মেদ সলিহর দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীতকরণে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।



Most Read

2024-09-19 15:43:53