Breaking News >> News >> Daily Nayadiganta


এবার বগুড়ায় জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ৭০ টাকা


Link [2022-04-07 21:19:45]



বগুড়ায় সর্বনিম্ন ৭০ টাকা এবং সর্বোচ্চ তিন হাজার ৩০০ টাকা ফিতরা নির্ধারণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাদ জোহর শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে বগুড়া জেলা ইমাম-মুয়াজ্জিন সমিতির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্বে করেন জেলা ইমাম-মুয়াজ্জিন সমিতির সভাপতি মাওলানা মুফতি আব্দুল কাদের। সমিতির সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল জলিলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা মার্কেটিং অফিসার আবু সালেহ মো: হাসান সারওয়ার, মাওলানা কাজী ফজলুল করিম রাজু, হালিম রেজা, আবু বকর সিদ্দিক, মাওলানা ইমাম আবু রাজী, আব্দুস সালাম, আব্দুল মতিন, ইসমাহিল হোসেন, আমজাদ হোসাইন রাশেদী, মাওলানা রবিউল ইসলাম, মাওলানা ইউসুফ সাইদী, হাফেজ শাহিন রেজা, মুফতি আব্দুল বাফ সিরাজী, সেরাজুন ইসলাম, হাফেজ মাওলানা নূর আলম, আজহার আলী প্রমুখ। আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে এ বছর বগুড়া জেলার জন্য গম ও আটা হিসাবে ১ কেজি ৬০০ গ্রামের মূল্য সর্বনিম্ন ৭০ টাকা, কিচমিচ হিসাবে ৩ কেজি ৩০০ গ্রাম ১২০০ টাকা ও ভালো মানের খেজুর হিসেবে ৩ কেজি ৩০০ গ্রাম হিসাবে সর্বোচ্চ ৩ হাজার ৩০০টাকা নির্ধারণ করা হয়েছে।



Most Read

2024-09-19 15:45:58