Breaking News >> News >> Daily Nayadiganta


কী পরিকল্পনায় ছিল পাকিস্তান


Link [2022-04-07 18:55:35]



বিস্বাদের সমাপ্তি ক) ১৯৬৯ সালের ১৪ ডিসেম্বর আমেরিকার রাষ্ট্রদূত রাওয়ালপিন্ডি থেকে পূর্ব পাকিস্তান প্রসঙ্গে পাকিস্তানি জনমতের প্রেরিত রিপোর্টে বলেছেন যে, ‘One hears talk of possible secession by East Pakistan but the Pathans... getting rid of the troublesome Bengali.’ (পূর্ব- পাকিস্তানের সম্ভাব্য বিচ্ছিন্নতার কথা শোনা গেলেও সেটি পাকিস্তানের জন্য কোনো দুঃখজনক আঘাত বলে পাঠানরা সার্বজনীনভাবে মনে করে না। বিরক্তিকর বাঙালিদের বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা দেখা দেয়ায় এমনকি অনেকে আনন্দিত)। (তথ্য-পূর্বোল্লিখিত The American Papers, 1965-1973, p-309)



Most Read

2024-09-19 15:44:09