যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি আজ বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারে ক্রীড়া সাংবাদিক মোরসালিন আহমেদের ‘ভারোত্তোলনে বাংলাদেশ’ গ্রন্থের মোড়ক উম্মোচন করার পর বলেছেন, খুব শিগগিরই ক্রীড়া ফেডারেশনগুলোর তথ্য সংরক্ষণের উদ্যোগ নেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এ জন্য তিনি ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়ার সাথে সম্পৃক্ত সবার সহযোগিতা কামনা করেছেন। তিনি তথ্য সংরক্ষণের উপর জোর দিয়ে বলেন, আমরা ক্রীড়াঙ্গনের তথ্য-ভাণ্ডারকে সমৃদ্ধ করতে আর্কাইভ ও বই প্রকাশনার পরিকল্পনা করছি। মোড়ক উম্মোচনে বক্তব্য রাখেন গ্রন্থের লেখক মোরসালিন আহমেদ ও বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল অব. নজরুল ইসলাম। মোড়ক উম্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন, জাতীয় ক্রীড়া পরিষদ সচিব পরিমল সিংহ, বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশীদ, স্বাধীন বাংলা ফুটবল দলের সাবেক খেলোয়াড় এনায়েতুর রহমান, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ফুটবলার শেখ আসলাম, হাসানুজ্জামান বাবলু, সাবেক জাতীয় ফুটবলার আবদুল গাফফার, ভারোত্তোলনে এসএ গেমসের স্বর্ণজয়ী মাবিয়া আক্তার সীমান্ত, মো. জিয়ারুল ইসলাম এবং বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের নেতৃবৃন্দ।