Breaking News >> News >> Daily Nayadiganta


সাবেক যুগ্ম সচিবসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা দায়ের


Link [2022-04-06 22:55:36]



সরকারি তহবিলের প্রায় সাড়ে ৮২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক যুগ্ম সচিব ও গাজীপুর সিটি করপোরেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তাসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে উপপরিচালক মো: রাশেদুল ইসলাম বাদি হয়ে মামলাটি দায়ের করেন। আসামিরা হলেন- গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া হিসাবরক্ষণ কর্মকর্তা মো: নজরুল ইসলাম, সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ও যুগ্ম সচিব এম রাহাতুল ইসলাম এবং সাবেক প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মো: ছায়েদুর রহমান।মামলার এজাহার সূত্রে জানা যায়, গাজীপুর সিটি করপোরেশনের তিনটি ব্যাংক হিসাব থেকে সাবেক মেয়র অধ্যাপক এম এ মান্নানের স্বাক্ষর জাল করে বিভিন্ন প্রকল্পের বিপরীতে সাতটি চেক ইস্যু দেখান আসামিরা। ওই চেকের বিপরীতে গাজীপুর সিটি করপোরেশনের হিসাবরক্ষণ অফিসার মো: নজরুল ইসলাম অন্য আসামিদের সহায়তায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড টঙ্গী শাখা থেকে সরকারি তহবিলের ৮২ লাখ ৩৪ হাজার ৮২৮ টাকা বিভিন্ন সময় উত্তোলন করে আত্মসাৎ করেন। আসামিদের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি, ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে দণ্ডবিধির ৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/৪৭৭(এ)/৪০৯/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় মামলা দায়ের করেছে দুদক।



Most Read

2024-09-19 23:26:01