Breaking News >> News >> Daily Nayadiganta


জাতীয় সরকার : নির্বাচনের আগে নাকি পরে!


Link [2022-04-06 18:07:38]



রাষ্ট্রবিজ্ঞানে জাতীয় সরকারের ধারণাটি নতুন নয়। রাষ্ট্র যখন কোনো গুরুতর সঙ্কট অতিক্রম করে, তখন সাধারণত জাতীয় সরকার গঠিত হয়। এই সরকারের আরো অনেক নাম আছে- অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচনকালীন সরকার বা যুদ্ধকালীন সরকার। প্রথম ও দ্বিতীয় মহাযুদ্ধ চলাকালে ব্রিটেনে এ ধরনের সরকার গঠিত হয়েছিল। জাতীয় সরকার গঠনের উদ্দেশ্য হলো- পুরো জাতির অংশগ্রহণ নিশ্চিত করা। রাজনৈতিক ময়দানে বিভিন্ন দলের বিভিন্ন কর্মসূচি থাকতে পারে; কিন্তু যখন জাতি কোনো সঙ্কট বা যুদ্ধ পরিচালনা করে তখন সব নাগরিকের ঐক্য প্রয়োজনীয় হয়ে পড়ে। জাতীয় সরকার জাতির সব মন-মগজ, সম্পদ ও কৌশলকে গ্রহণ করে সঙ্কট মোকাবেলার চেষ্টা করে। সাধারণত জাতীয় সরকারের নেতৃত্বে থাকেন এমন ব্যক্তি বা রাজনৈতিক নেতা যিনি সব মহলের কাছে কমবেশি গ্রহণযোগ্য। তার নেতৃত্বের কুশলতার ওপর নির্ভর করে সফলতা। তাকে হতে হয় সব অনুরাগ ও বিরাগের ঊর্ধ্বের মানুষ। সেখানে দেশপ্রেমই মুখ্য বিষয় হয়ে দাঁড়ায়।



Most Read

2024-09-19 23:29:22