Breaking News >> News >> Daily Nayadiganta


সিএনসির নিয়মিত ভার্চুয়াল লাইভ ‘বোন-পর্ব’ সমাপ্ত


Link [2022-04-04 23:19:46]



‘রক্তের বাঁধন থেকে এক পলক’ এই মূল শিরোনামে সিএনসি মানব-সম্পর্কের ওপর গত বছরের জুন মাস থেকে নিয়মিতভাবে ভার্চুয়াল লাইভ অনুষ্ঠান করে আসছে। এ পর্যন্ত সিএনসি মাসব্যাপী আলোচনার ভিত্তিতে দাদা, দাদী, নানা, নানী, মা, বাবা, মা-বাবা একত্রে, চাচা-চাচী, ফুপু- ফুপা এবং ভাইয়ের পর গত মাসে শেষ করেছে ‘বোন পর্ব’।মাসব্যাপী ‘বোন পর্বে’র আলোচনায় অন্যদের মধ্যে অংশগ্রহণ করেছেন ব্যারিস্টার সুমাইয়া আনজুম কাশফি, সহকারী অধ্যাপক খন্দকার রকিবুল হাসান, শিক্ষা ও সংস্কৃতি জন সৈয়দা রুহে রাওয়া, ব্যাংকার সৈয়দ গোলাম মঈন উদ্দিন, সংস্কৃতিজন সানোয়ার হোসেন, কবি ও লেখক কর্নেল আশরাফ আল দীন, শিক্ষাবিদ ও সংস্কৃতিজন ড. নাঈমা খানম, শিক্ষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহর নাতনি কাউসার জাহান ফরিদা মনি, শিক্ষাবিদ ও বাচিক শিল্পী প্রফেসর শায়লা আহমেদ এবং শিক্ষাবিদ প্রফেসর ডক্টর কামরুল হাসান।মাসব্যাপী অনুষ্ঠানমালার পরিচালক ছিলেন সিএনসির নির্বাহী পরিচালক মাহবুবুল হক এবং উপস্থাপনা ও সঞ্চালনায় ছিলেন সিএনসির মিডিয়াএক্সিকিউটিভ ইসমাইল হোসেন।অনুষ্ঠানে বক্তারা বলেন, সংসারে বাবা-মায়ের পর বোনের মর্যাদা ও অবস্থান সুদৃঢ়। বোনেরা সংসারকে আগলে রাখে। সংসার সুখ-শান্তিতে ভরে ওঠে বোনের অবদানে। কালে কালে বোনদের অভূতপূর্ব অবদানে এই পৃথিবী সমৃদ্ধ হয়েছে। মুসা (আ.) যখন ফেরাউনের ভয়ে পানিতে ভাসিয়ে দেয়া হয়েছিল, তখন মুসা (আ.) এর বোন কৌশলে তাকে উদ্ধার করার প্রয়াস পেয়েছিলেন।হাজী মুহাম্মদ মহসিন দানশীল হিসাবে বিশ্বখ্যাত হয়েছিলেন বোনের প্রদান করা সম্পত্তির কারণে। পাকিস্তানের গণতন্ত্র উদ্ধারে সে দেশের স্থপতি কায়েদে আযম মোহাম্মদ আলী জিন্নাহর বোন অশীতিপর বৃদ্ধা ফাতেমা জিন্নাহ দেশের সর্বশ্রেণীর মানুষকে নিয়ে সেনাশাসনের বিরুদ্ধে সর্বাত্মক সংগ্রামে অবতীর্ণ হয়েছিলেন।এভাবে দেখা যায় শুধু পরিবারে নয় সমাজ ও রাষ্ট্রে বোনদের অবদান অবিস্মরণীয়। অনুষ্ঠানে কথামালার পাশাপাশি বিষয়বস্তুর ওপর কবিতা পাঠ, সঙ্গীত ও আবৃত্তিমালার সংযোগ থাকায় প্রাণবন্ত ছিল প্রতিটি ইভেন্ট। বিজ্ঞপ্তি।



Most Read

2024-09-19 23:25:17