Breaking News >> News >> Daily Nayadiganta


শুদ্ধভাবে কুরআন তেলাওয়াত প্রশিক্ষণ দিচ্ছে আইম্মাহ পরিষদ


Link [2022-04-04 23:19:46]



সারা দেশে দুই শতাধিক মাদরাসা ও মসজিদে শুদ্ধভাবে কুরআন তেলাওয়াত প্রশিক্ষণ দেয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ আইম্মাহ পরিষদ। গতকাল সাভারস্থ কর্ণপাড়া জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদরাসায় মুসল্লিদের কুরআন শুদ্ধ করে পড়ার কার্যক্রম ‘তাসহীহুল কুরআন’ কোর্স উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আল্লামা মুহিউদ্দীন রাব্বানী। তিনি তার আলোচনায় ইমামদের উদ্দেশে বলেন, কুরআন নাজিলের মাস পবিত্র মাহে রমজানে কুরআনের শিক্ষাকে সবার মাঝে পৌঁছে দেয়ার ব্যবস্থা গ্রহণ করুন। আপনার মসজিদ এলাকায় দিনের বেলায় হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখার ব্যবস্থা নিন। বেশি বেশি কুরআন তিলাওয়াত ও জিকির ইস্তিগফার পাঠ করার জন্য মুসল্লিদের উৎসাহিত করুন। সংগঠনটির মহাসচিব মাওলানা এনামুল হক মুসা বলেন, আমাদের কুরআন শুদ্ধ করার কোর্স তাসহীহুল কুরআনের মেয়াদ : ২৫ দিন। দৈনিক ১ ঘণ্টা করে সারা দেশে এ কোর্স চলবে। এ সময় আরো আলোচনা করেন মাওলানা আশরাফ মাসরূর, মাওলানা আফসার মাহমুদ, মুফতি সুহাইল আহমাদ, মুফতি আব্দুর রহমান সিরাজী, মাওলানা উবাইদুল্লাহ, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা কাউসার আহমাদ, মাওলানা আব্দুর রহমান প্রমুখ।



Most Read

2024-09-19 23:25:04