Breaking News >> News >> Daily Nayadiganta


জ্ঞানের ইসলামীকরণ : একটি অবলোকন


Link [2022-04-04 18:31:49]



ইসলামে জ্ঞান হচ্ছে একটি সুনির্দিষ্ট ও সুস্পষ্ট প্রত্যয়, যার মাধ্যমে তৈরি হয় আল্লাহ সম্পর্কে অবগতি; মানুষ ও মানুষের পৃথিবী সম্পর্কে অবগতি; যার মাধ্যমে তৈরি হয় দায়িত্বশীল জীবনের বাস্তবতা ও বাস্তব দক্ষতা। জ্ঞান জানিয়ে দেয় এখানকার জীবন, তার উৎস ও পরিণতি, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক, তার লক্ষ্য-উদ্দেশ্য, তার নির্দেশনা ও জীবনে এর প্রতিফলনের সহজাত প্রকৌশল। ওহিয়ে মাতলু (আল কুরআন) ও ওহিয়ে গায়রে মাতলু (আল হাদিস) সত্য-সুন্দর ও সফলতার যে পন্থানির্দেশ করে, তার ভিত্তিতে মানবিক বুদ্ধিবৃত্তি, জ্ঞানপ্রাজ্ঞ ঐকমত্য, অভিজ্ঞতা, যুক্তিশীলতা ও অন্যান্য জ্ঞানীয় উপায়-উপকরণের অবলম্বনের মধ্য দিয়ে ইসলামে জ্ঞানবৃক্ষ শেকড় গাড়ে, ডালপালা প্রসারিত করে। যার মধ্যে ইহকাল-পরকাল সমস্বরে একীভূত, একই লক্ষ্যের পবিত্রতায় বিন্যস্ত। এ জ্ঞানের পরিসরে প্রাকৃতিক বিজ্ঞানগুলো এক দিকে যেমন আল্লাহর পরিচিতির উপকরণ, তেমনি সে জীবনকে সহজ-সুগম ও সাবলীল করার অমোঘ উপাদান। সামাজিক-মানবিক জ্ঞান-বিজ্ঞানগুলো, তার প্রয়োগ, উপযোগ, দক্ষতাবৃদ্ধি ও ব্যবহার ইত্যাদি নিয়ে আলোচনা ইসলামী জ্ঞান পরিসরের আওতাধীন প্রসঙ্গ।



Most Read

2024-09-19 23:29:31