Breaking News >> News >> Daily Nayadiganta


মওলানা ভাসানীর চীন সফর : অন্যবদ্য এক স্মৃতিচারণ


Link [2022-04-04 14:55:48]



বাংলাদেশের ইতিহাস আর মওলানা ভাসানী জীবন-প্রবাহ একই গতিতে চলেছে। নানামুখী ছিল মওলানার জীবন। এক শতাব্দী বিস্তৃত মওলানার বিশাল বিপুল সংগ্রামবিক্ষুব্ধ জীবনের প্রতিটি বাঁকই বর্তমান প্রজন্মের জানা দরকার। আবার মওলানা কেবল রাজনীতিবিদই ছিলেন না। তিনি দক্ষ লেখকও ছিলেন। নতুন কিছু জানার আগ্রহ তার মধ্যে ছিল অপরিসীম। আর তা ভালোভাবে ফুটে ওঠেছে তার মাও সে-তুঙ-এর দেশে নামের বইতে। মাও সে-তুঙের নেতৃত্বে চীনের নতুন যাত্রার সময়কালেই চীন সফর করেছিলেন। সফরকালে তিনি নতুন চীন সম্পর্কে এমন অনেক কিছু জানার চেষ্টা করেছিলেন, যেগুলো সাধারণত লোকজন এড়িয়ে যেতে চায়।



Most Read

2024-09-19 23:30:00