Breaking News >> News >> Daily Nayadiganta


তথ্য গোপনের দায়ে ইস্টার্ন ব্যাংককে ৫ লাখ টাকা জরিমানা


Link [2022-04-03 22:08:05]



বেসরকারি খাতের ইস্টার্ন ব্যাংককে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ ব্যাংক। বড় অঙ্কের ঋণের তথ্য গোপন ও কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়া ঋণ বিতরণ করায় এ জরিমানা করা হয়। গতকাল এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে একটি চিঠি ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) কাছে পাঠানো হয়েছে। চিঠিতে জরিমানার টাকা আগামী ১৪ দিনের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ব্যাংক জরিমানার অর্থ দিতে ব্যর্থ হলে কেন্দ্রীয় ব্যাংকের সাথে থাকা ইস্টার্ন ব্যাংকের হিসাব থেকে জরিমানার অর্থ সমন্বয় করা হবে।প্রচলিত নিয়মে বড় অঙ্কের ঋণ দেয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় অনুমোদন নিতে হয়। একই সাথে তা নির্ধারিত একটি ফরমে কেন্দ্রীয় ব্যাংককে প্রতি মাসেই জানাতে হয়। এর মধ্যে নিজ ব্যাংকের পরিচালক বা সহযোগী প্রতিষ্ঠান হলেও তাও জানাতে হবে। কিন্তু ইস্টার্ন ব্যাংক তাদের সহযোগী প্রতিষ্ঠানকে ঋণ দেয়ার বিষয়টি কেন্দ্রীয় ব্যাংককে জানায়নি। একই সাথে বড় অঙ্কের ঋণ দিতে কেন্দ্রীয় ব্যাংকের আগাম অনুমোদনও গ্রহণ করেনি। ফলে ব্যাংকটি কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলার ও ব্যাংক কোম্পানি আইন লঙ্ঘন করেছে।সূত্র জানায়, ইস্টার্ন ব্যাংক বিধি লঙ্ঘন করে তাদের সহযোগী প্রতিষ্ঠান ইবিএল সিকিউরিটিজ লিমিটেড ও এর সহযোগী প্রতিষ্ঠান ইবিএল ফাইন্যান্স (এইচকে) লিমিটেডকে বড় অঙ্কের ঋণ দেয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের আগাম অনুমোদন নেয়নি। একই সাথে ওই ব্যাংকের পর্ষদে ওই ঋণ অনুমোদনের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলার ও ব্যাংক কোম্পানি আইন লঙ্ঘন করা হয়েছে।এ ছাড়া বেসরকারি প্রতিষ্ঠান সুপার অয়েল রিফাইনারিকে ঋণ দেয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের জারি করা অভ্যন্তরীণ ঋণ ঝুঁকি ও রেটিং পদ্ধতির নীতিমালা লঙ্ঘন করা হয়েছে। এ তিনটি বিষয়ে ইবিএলকে আলাদা দু’টি চিঠিতে ব্যাখ্যা তলব করা হয়। এর মধ্যে সহযোগী দু’টি প্রতিষ্ঠানকে ঋণ দেয়ার বিষয়ে একটি ও সুপার অয়েল রিফাইনারিকে ঋণ দেয়ার বিষয়ে একটি চিঠিতে ব্যাখ্যা তলব করা হয়। ইবিএল চিঠির যে ব্যাখ্যা দিয়েছে তা কেন্দ্রীয় ব্যাংকের কাছে গ্রহণযোগ্য হয়নি। যে কারণে তাদেরকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।



Most Read

2024-09-19 23:25:45