Breaking News >> News >> Daily Nayadiganta


রমজানের শুরুতেই গ্যাস সঙ্কট রাজধানীতে


Link [2022-04-03 22:08:05]



রমজানের শুরুতেই রাজধানীতে তীব্র গ্যাস সঙ্কট দেখা দিয়েছে। গতকাল ঢাকার বিভিন্ন এলাকায় গ্যাস না থাকায় ইফতার তৈরি করতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন অনেকে। অনিশ্চয়তা তৈরি হয় রাতের রান্না নিয়েও। বিষয়টি নিয়ে নগরবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, গতকাল দুপুরের পর থেকে রাজধানীর অনেক এলাকায় গ্যাসের সমস্যা দেখা দেয়। নিভু নিভু করে জ্বলতে থাকে চুলা। যে পরিমাণ গ্যাস চুলায় জ্বলছে তা দিয়ে ইফতারি তৈরি করার মতো অবস্থা নেই। এ জন্য এসব এলাকার মানুষকে ইফতার দোকান থেকে কিনে আনতে হয়। ক্রিসেন্ট রোডের ১০৩ নাম্বার বাড়ির বাসিন্দা আব্দুল জলিল জানান, আমার স্ত্রী দুপুরের পর জানান, চুলায় গ্যাসের চাপ নেই। বিকেলের দিকে আবার স্ত্রী ফোন করে জানান, ইফতার দোকান থেকে কিনে আনতে। এ গ্যাসে ইফতার বানানো সম্ভব হবে না।শুধু আব্দুল জলিলের বাসা নয়, গ্যাস সঙ্কটের কারণে এ এলাকার অনেক বাসাতেই ইফতার তৈরি করা যায়নি। ফলে তারা সবাই বাইরে থেকে ইফতার কিনেছেন। কেউ কেউ বাসায় থাকা কেরোসিনের স্টোভে ভরসা করছেন।এ এলাকার বাসিন্দা শাহিনা খাতুন বলেন, বছরের অনেক সময়েই গ্যাস থাকে না। আবার যখন থাকে তখন গ্যাসের চাপ এতটাই কম থাকে যে রান্না করা যায় না। কিন্তু আজ তো রমজান মাসের প্রথম দিন, সবাই বাসায় ইফতার বানাবে, আজকের দিনেও গ্যাসের এমন সঙ্কট খুবই দুঃখজনক।রাজধানীর গ্রিন রোড এলাকার বাসিন্দা আব্দুস সোবহান বলেন, গ্যাস থাকে না এটা দীর্ঘদিনের সমস্যা। তবে রমজান মাসেও গ্যাস থাকবে না এর চেয়ে দুর্ভাগ্য আর কী হতে পারে। মাস গেলে ঠিকই গ্যাসের বিল দিই, কিন্তু রমজানের প্রথম দিন আমাদের ইফতার বাইরে থেকে কিনে আনতে হলো।গ্যাস সঙ্কটের এমন অভিযোগের বিষয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপ মহাব্যবস্থাপক সাখাওয়াত হোসেনকে ফোন করা হলে তিনি তা ধরেননি।



Most Read

2024-09-19 23:29:40