Breaking News >> News >> Daily Nayadiganta


উত্তরবঙ্গের চিকিৎসার আশ্রয়স্থল হতে পারে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল


Link [2022-04-03 18:31:53]



উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা বিধৌত সিরাজগঞ্জে উদ্বোধনের দ্বারপ্রান্তে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ এন্ড ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল।অত্যাধুনিক চিকিৎসার সুযোগ-সুবিধা সম্বলিত হাসপাতাল ও মেডিকেল কলেজ এটি। উত্তরবঙ্গের সবশ্রেণি পেশার মানুষদের চিকিৎসার সর্বশেষ আশ্রয়স্থল হতে পারে এ হাসপাতাল। এখানে রয়েছে জটিল ও কঠিন রোগের প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা। চাহিদা মেটাতে বিশ্বের বিভিন্ন দেশের নামকরা ব্রান্ডের চিকিৎসা সরঞ্জামাদি ক্রয় করে আনা হয়েছে এখানে। ২০১৫ সালে ৮৮২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ৩০.৯০ একর জায়গার উপর শহরের পাশেই শিয়ালকোল এলাকায় শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও ৫ শ' শয্যার হাসপাতাল নির্মাণকাজ শেষ।



Most Read

2024-09-19 23:25:21