Breaking News >> News >> Daily Nayadiganta


ব্যবসায়ীদের কাছে প্রত্যাশা


Link [2022-04-03 17:19:52]



দেখতে দেখতে এসে গেল রোজার মাস। সংযম, তিতিক্ষার ভেতর দিয়ে নিজেদের পরিশুদ্ধ করার মাস। সমাজের অসহায় দরিদ্রদের দুঃখ, ব্যথা, কষ্ট অনুধাবন করার মাস। তাদের দুঃখ কষ্ট বেদনাকে ভাগাভাগি করে এক অনন্য সমাজ সৃষ্টির সুযোগ। মুসলিম বিশ্বে সর্বত্র এই মাস ছড়িয়ে দিয়ে যায় অনাবিল ভ্রাতৃত্ব আর সহমর্মিতার সুবাতাস। এ মাসের সব কর্মকাণ্ড এক দিকে মহিমান্বিত হয়ে ওঠে, অপর দিকে এর বিপরীত দিকটাও মাঝে মধ্যে প্রকট হয়ে ওঠে। বছরজুড়ে ভেজাল পণ্যের রমরমা বাণিজ্য চললেও রোজার মাসে এ তৎপরতা বহুগুণ বেড়ে যায়। রোজা এলেই নিত্যপণ্যের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ে। মানহীন এবং ভেজাল পণ্যের বিক্রয় মেলার হাট যেন বসে সারা দেশে।



Most Read

2024-09-19 23:30:23