Breaking News >> News >> Daily Nayadiganta


সিয়াম সাধনায় আল্লাহর নৈকট্য লাভ


Link [2022-04-03 04:08:22]



রোজা ইসলামের পাঁচটি মূল ভিত্তির তৃতীয়। রোজার আরবি শব্দ সওম, যার আভিধানিক অর্থ বিরত থাকা। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত মুসলমান নর-নারী রোজার নিয়তে পানাহার, যৌনকর্ম ও পাপ কাজ থেকে বিরত থাকার নাম রোজা। যা পালন করা প্রাপ্তবয়স্ক প্রত্যেক মুসলমানের ওপর ফরজ। মহান আল্লাহতায়ালা পবিত্র কোরআনে ইরশাদ করেন, يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ 'হে ঈমানদারেরা, তোমাদের ওপর সিয়াম ফরজ করা হয়েছে, যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর। যাতে তোমরা তাকওয়া অবলম্বন করো।' (সূরা বাকারা-১৮৩)



Most Read

2024-09-19 23:31:01