Breaking News >> News >> Daily Nayadiganta


ইমরান খান অনাস্থা ভোটে হারার পর কী হবে


Link [2022-04-02 14:56:25]



পাকিস্তান পার্লামেন্টে এখন অনাস্থা ভোটের প্রক্রিয়া চলছে। রোববার এ অনাস্থা ভোট অনুষ্ঠিত হবে। এ অনাস্থা ভোটের লক্ষ্য হলো পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে তার পদ থেকে সরিয়ে দেয়া। ইমরানের নিজের দল পিটিআইয়ের কিছু সদস্য ও জোটসঙ্গী এমকিউএমপি তার পক্ষত্যাগ করায় পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন তিনি। ৩৪২ সদস্যের পাকিস্তান পার্লামেন্টে ইমরানের দল পিটিআইয়ের সমর্থক এখন ১৪২ জন আর বিরোধী দলগুলোর সমর্থক সংখ্যা হলো ১৯৯ জন। যদিও পাকিস্তানে অনাস্থা ভোটের আয়োজন করতে এবং দেশটির প্রধানমন্ত্রীকে সরিয়ে ফেলতে পার্লামেন্টে ১৭২ জন সদস্যদের সমন্বয়ে গঠিত জোটই যথেষ্ট। এখন অর্থনৈতিক ও রাজনৈতিক বিশৃঙ্খলার দায়ে ইমরান খানকে সরিয়ে দেয়া হলে তার পরের অবস্থা কেমন হবে। কিভাবে পরবর্তী প্রধানমন্ত্রীকে নির্বাচিত করা হবে তাই আজকের প্রধান আলোচ্য বিষয়।



Most Read

2024-09-20 05:40:54