Breaking News >> News >> Daily Nayadiganta


‘সি’ গ্রুপে আর্জেন্টিনা ‘জি’ গ্রুপে ব্রাজিল


Link [2022-04-02 00:07:51]



জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হয়ে গেল এবারের বিশ্বকাপের ড্র। ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত হবে এই বিশ্বকাপ। এতে পাঁচবারের বিশ্বকাপ জয়ী ব্রাজিল পড়েছে ‘জি’ গ্রুপে। আর দুইবারের বিশ্বসেরা আর্জেন্টিনা খেলবে ‘সি’ গ্রুপে। আর্জেন্টিনার গ্রুপের অপর দলগুলো হলো- মেক্সিকো, পোল্যান্ড ও সৌদি আরব।, ব্রাজিল গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে- সার্বিয়া, সুইজারল্যান্ড ও ক্যামেরুন। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স আছে ‘ডি’ গ্রুপে। তাদের প্রতিপক্ষ- ডেনমার্ক, তিউনিশিয়া ও প্লে-অফ থেকে আসা দল। প্লে-অফে দক্ষিণ আমেরিকার দল পেরু খেলবে এশিয়ার অস্ট্রেলিয়া এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার জয়ী দলের সাথে। সে ম্যাচের জয়ী দলে খেলবে এই গ্রুপে। স্বাগতিক কাতার পড়েছে ‘এ’ গ্রুপে। তাদের প্রতিপক্ষ সেনেগাল, নেদারল্যান্ডস ও ইকুয়েডর। ‘বি’ গ্রুপের চার দল ইংল্যান্ড, ইরান, যুক্তরাষ্ট্র ও ইউরোপের প্লে-অফ থেকে আসা দল। ইউক্রেন ও স্কটল্যান্ডের মধ্যকার জয়ী দল প্লে-অফ ফাইনালে খেলবে ওয়েলসের বিপক্ষে। জয়ী দল সঙ্গী হবে তাদের সাথে। ‘ই’ গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডে ওঠার জন্য লড়বে স্পেন, জার্মানি, জাপান ও ইন্টার কন্টিনেন্টাল প্লে-অফ থেকে আসা দল। কনকাকাফ অঞ্চলের দেশ কোস্টারিকা ও ওশেনিয়া অঞ্চলের দল নিউজিল্যান্ডের জয়ী দলে তাদের সঙ্গী হবে। ‘এফ’ গ্রুপে আছে বেলজিয়াম, মরক্কো, গত বিশ্বকাপের সেরা চমক রানার্সআপ ক্রোয়েশিয়া ও ৩৬ বছর পর বিশ্বকাপে কোয়ালিফাই করা কানাডা। ক্রিশ্চিয়ানো রোনালাদো পর্তুগাল ‘এইচ’ গ্রুপে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া ও ঘানাকে।গতকালের এই ড্রতে স্মরণ করা হয় দুনিয়া ছেড়ে চলে যাওয়া ১৯৮২ সালে ইতালির বিশ্বকাপ জয়ের নায়ক পাওলো রসি এবং ১৯৮৬ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো কিংবদন্তী ফুটবলার দিয়েগো ম্যারাডোনাকে। সাবেক ফুটবলার এবং বিভিন্ন দেশের জাতীয় দলের কোচদের মিলনমেলা বসেছিল কাল কাতারের দোহায়। আর্জেন্টিনার সার্জেও অ্যাগুয়েরো, ব্রাজিলের জুুলিও সিজার, ইতালির আন্দ্রে পিরলো, আলেসান্দো ডেল পিয়েরো, স্পেনের লুইস এনরিকে, ফ্রান্সের চ্যাম্পিয়ন কোচ দিদিয়ের দেশ্যামসসহ বিভিন্ন দেশের তারকা ফুটবলাররা।



Most Read

2024-09-20 05:49:02