Breaking News >> News >> Daily Nayadiganta


মনুষ্যত্ব রোধ ও নৈতিকতা


Link [2022-04-01 18:07:38]



দেশের বর্তমান বিচারব্যবস্থা সময়সাপেক্ষ, ব্যয়বহুল ও জটিল। নিত্যনতুন আইন সৃষ্টি হওয়ার কারণে জটিলতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অপরাধপ্রবণতা কমিয়ে আনার জন্য সরকার এক দিকে থানা ও পুলিশের সংখ্যা দিন দিন বৃদ্ধি করছে, অন্য দিকে কঠিন কঠিন আইন প্রণয়ন করছে অপরাধপ্রবণতাকে প্রতিরোধ করার জন্য। কিন্তু অপরাধ ক্রমেই বেড়ে চলছে। পরকীয়া, সাংসারিক অশান্তি, অভাব অনটনের জন্য মা-বাবার হাতে সন্তান খুন; অন্য দিকে নেশার টাকা বা কাক্সিক্ষত সম্পত্তি পেতে ব্যর্থ হয়ে সন্তান মা-বাবাকে খুন করছে। সম্পত্তি ও নেশার টাকার জন্য এর আগেও সন্তানের হাতে মা-বাবাকে খুনের অনেক ঘটনা ঘটেছে। কিন্তু জন্মদাত্রী মা পরকীয়ার জন্য সন্তান খুনের ঘটনা কল্পনাতীত বিষয়।



Most Read

2024-09-20 05:53:28