Breaking News >> News >> Daily Nayadiganta


দুর্নীতির সূচকে একধাপ এগোনোর পর আনলাকি থার্টিনে অবস্থান


Link [2022-04-01 18:07:38]



জার্মানির রাজধানী বার্লিনভিত্তিক ট্র্যান্সপারেন্সি ইন্টারন্যাশনাল-টিআই ২০২১ সালের বার্ষিক দুর্নীতির ধারণাসূচক (সিপিআই) রিপোর্ট গত ২৫ জানুয়ারি প্রকাশ করেছে। সিপিআই তথ্যসূত্র হিসেবে অন্যান্য দেশের জন্য ১৩টি জরিপ ব্যবহার করলেও কোভিড-১৯-এর কারণে আমাদের শিক্ষা বোর্ড যেমন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সাতটি বিষয় ছাড় দিয়ে ন্যূনতম তিনটি বিষয়ে পরীক্ষা নেয়ায় পাসের হার বৃদ্ধি ও জিপিএ ৫ প্রাপ্তির বন্যায় পরীক্ষার্থীরা ভেসে বেড়ালেও, টিআই বাংলাদেশের ক্ষেত্রে চারটি জরিপ ছাড় দিয়ে ৯টি জরিপ ব্যবহার করার পরও, বিশ্বের শ্রেষ্ঠ দুর্নীতিগ্রস্ত দেশের মধ্যে আমাদের সূচকের মাত্র একধাপ অগ্রগতি সাধিত হওয়ায় বাংলাদেশের অবস্থান আনলাকি থার্টিন হওয়ায় সরকারের গত ১৩ বছরের জিরো টলারেন্স পন্ড হয়ে গেছে। কারণ ২০০৮ সালে আমাদের অবস্থান ছিল দ্বাদশ স্থানে।



Most Read

2024-09-20 06:05:04