Breaking News >> News >> Daily Nayadiganta


সিন্ডিকেট করে পেপার কোন্্ ও টিউবের মূল্য বৃদ্ধি বন্ধের দাবি


Link [2022-03-31 23:44:05]



বস্ত্র শিল্প কারখানায় উৎপাদিত সূতা ও কাপড়ে ব্যবহৃত পেপার কোন্্ ও টিউবের মূল্য বৃদ্ধি বন্ধে শিল্প মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপের দাবি জানিয়েছেন বাংলাদেশ পেপার কোন্্ অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান নেতারা। লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি হালিম সরকার তুহিন বলেন, কোন্্ ও টিউব উৎপাদনের প্রধান কাঁচামাল হিসেবে বিশেষ ধরনের কাগজের বোর্ড ব্যবহার করা হয়। মূলত পথে-ঘাটে পড়ে থাকা কাগজ থেকে এ পণ্য উৎপাদন করা হয়। এটি কাপড়ের রোলের ভেতরে ব্যবহার করা হয়। সে বিবেচনায় পণ্যটির মূল্য স্থিতিশীল থাকার কথা। কিন্তু উৎপাদনের সাথে জড়িত প্রতিষ্ঠানগুলো সিন্ডিকেটের মাধ্যমে তাদের ইচ্ছেমতো মূল্যবৃদ্ধি করছে। ফলে এ কাগজের বোর্ড ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলো পড়েছে বিপাকে। পেপার কোন্্ ও টিউব কোনো শো-রুমে বা দোকানে বিক্রি করা হয় না। সূতা ও বস্ত্র তৈরির কারখানাগুলো সরাসরি তাদের কাছ থেকেই কিনে নেয়। চাহিদা মোতাবেক বিপুল পরিমাণ পণ্যের ক্রয়াদেশ দেন। এ পরিমাণ পণ্য উৎপাদন ও সরবরাহ করতে ন্যূনতম ৩ থেকে ৬ মাস সময় লাগে যায়। সংবাদ সম্মেলনে, হঠাৎ এ কাঁচামালের দাম বাড়ানো বন্ধ করতে সংগঠনের পক্ষ থেকে সরকারের কাছে চার দফা দাবি পেশ করেন সংগঠনের নেতারা। দাবিগুলো হলো- দর বৃদ্ধি করতে হলে আগেই অ্যাসোসিয়েশনকে অবহিত করতে হবে, নিম্নমানের পণ্য উৎপাদন করা যাবে না, যে দামে উৎপাদন করা হয় কারখানাগুলো কাঁচামাল কেনার সাথে তার মূল্য সমন্বয় করতে হবে। এ ছাড়াও কারখানাগুলো বন্ধ হওয়া থেকে রক্ষা করতে ও উভয়কে টিকে থাকতে বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগ গ্রহণের দাবি জানান নেতারা। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান রাসেল, আলী জামান, মশিউর রহমান, মোশারফ হোসেনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।



Most Read

2024-11-10 08:35:12