Breaking News >> News >> Daily Nayadiganta


পদ হারালেন নড়াইল জেলা পরিষদ চেয়ারম্যান


Link [2022-03-30 22:07:50]



হাট ইজারায় দুর্নীতির ঘটনায় নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান মো: সোহরাব হোসেন বিশ্বাসকে অব্যাহতি দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। গতকাল মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ তানভীর আজম ছিদ্দিকী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।প্রজ্ঞাপনে বলা হয়, নড়াইল জেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাস এর বিরুদ্ধে ১৯৪৭ সালের দুর্নীতি দমন প্রতিরোধ আইনে দায়েরকৃত বিজ্ঞ স্পেশাল জজ (জেলা ও দায়রা) আদালতে দায়েরকৃত স্পেশাল মামলা ১২/২০০৯ মূলে দণ্ডবিধি ৪০৯/১০৯ ধারার অপরাধের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।জেলা পরিষদ আইন, ২০০ এর ধারা ১০ এর উপধারা (১) (গ) অনুযায়ী সোহরাব হোসেন বিশ্বাসকে জেলা পরিষদ নড়াইলের চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হলো।মামলার অভিযোগে জানা যায়, আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে ২০০৪ সালে নড়াইল পৌরসভার রূপগঞ্জ সাধারণ হাট ও নড়াইল বাস টার্মিনাল ইজারা দিয়ে সাত লাখ ৮১ হাজার ২০ টাকা আয় করে। ২০০৫ সালে একই হাট চার লাখ ৪১ হাজার টাকা আদায় করে। সব মিলিয়ে ১২ লাখ ২ হাজার ২৮০ টাকা পৌরসভায় জমা না দিয়ে তারা আত্মসাৎ করে। যশোরের দুর্নীতি দমন কমিশন সমন্বিত যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়াজেদ আলী গাজী দুর্নীতি প্রতিরোধ আইনে ২০০৮ সালের ৭ আগস্ট নড়াইল সদর থানায় একটি মামলা করেন।



Most Read

2024-09-20 05:45:51