Breaking News >> News >> Daily Nayadiganta


জাতীয় না কি তত্ত্বাবধায়ক সরকার!


Link [2022-03-28 18:07:36]



গণতান্ত্রিক শাসনব্যবস্থা অনুসৃত হয় এমন সব দেশে সংসদীয় পদ্ধতি ও রাষ্ট্রপতি শাসিত দুই ধরনের সরকারব্যবস্থা রয়েছে। সংসদীয় পদ্ধতির সরকারব্যবস্থায় প্রধানমন্ত্রী সরকারের প্রধান নির্বাহী অপর দিকে রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থায় রাষ্ট্রপতি সরকারের প্রধান নির্বাহী। আমাদের বাংলাদেশের সংসদীয় পদ্ধতি ও রাষ্ট্রপতি শাসিত উভয় ধরনের সরকারব্যবস্থা দ্বারা শাসিত হওয়ার অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশ অভ্যুদ্বয় পরবর্তী সংবিধান প্রণয়ন অবধি সংসদীয় পদ্ধতির সরকারব্যবস্থা দ্বারা দেশ পরিচালিত হয়। অতঃপর সংবিধান প্রণয়ন-পরবর্তী সংসদীয় পদ্ধতির সরকারব্যবস্থার বিধান রাখা হয়।



Most Read

2024-09-20 07:30:38