Breaking News >> News >> Daily Nayadiganta


এ স্রোতধারা রুধিবে কে!


Link [2022-03-27 18:31:41]



বঙ্গবন্ধু ও তার ঘনিষ্ঠ সহযোগীরা, স্বাধীনতার পূর্বাপর দেশের যুবক-যুবতী ও সাধারণ মানুষের মধ্যে যে আশাবাদ ও স্বপ্নের বীজ বপন করেছিলেন, তা নিছক স্বপ্ন হয়ে থাকেনি। সে বীজ অঙ্কুরিত হয়েছে, যেটি প্রাপ্তির জন্য পাগলপারা হয়ে উঠেছিল দেশের সমস্ত মানুষ। স্বাধীনতার আগে এই জনপদের মানুষের মধ্যে যে আশাবাদের সৃষ্টি হয়েছিল সেটি প্রতিটি মানুষের ভেতর অমিত শক্তির আধার হয়ে ওঠে এবং তাদের চিন্তাচেতনায় বিপ্লব ঘটিয়ে দেয়। গান আর ধানের দেশ বাংলাদেশের কোমলপ্রাণ জনতাকে রাতারাতি অসম সাহসী ও লৌহ কঠিন এক যোদ্ধার জাতিতে পরিণত করে। সম্মুখ সমরে অংশ নিয়ে শৌর্য বীর্যে তারা রচনা করে বীরত্বের এক মহাকাব্য। অমিত বিক্রমে যুদ্ধ করে অসম প্রতিপক্ষকে আত্মসমর্পণে বাধ্য করে। সেই অপূর্ব গাথা শুনে বিশ্ব চমৎকৃত, বিস্ময়াভিভূত হয়। সে বিজয় গোটা জনপদকে আনন্দে উদ্বেলিত করেছিল।



Most Read

2024-09-20 07:32:32